মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বঙ্গবন্ধু মেডিকেলে বোমা রাখার ঘটনা মাস্টারপ্ল্যান : রিজভী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুন, ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে ঢুকে রেজিস্ট্রারের রুমের সামনে বোমা রাখার ঘটনাকে ‘মাস্টারপ্ল্যান’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সকালে নয়াটপল্টনে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘কয়েকদিন আগে নাকি সেখানে আগুন জ্বালানো হয়েছে। এগুলো আমার কাছে বড় মাস্টারপ্ল্যান বলে মনে হয়েছে।’ এ সময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর কারণে সারা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’ আওয়ামী লীগ দখল লীগে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ