সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

‘নিষিদ্ধ’ হচ্ছে ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে এ খসড়া প্রকাশ করা হয়।

খসড়ায় ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপসহ টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষায় বেশকিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ জনগণের মতামত গ্রহণের জন্য খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত অধ্যাদেশে টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা জোরদারের লক্ষ্যে একাধিক ধারা সংশোধন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, খসড়া অধ্যাদেশের ওপর মতামত পাঠানো যাবে ১৫ নভেম্বর পর্যন্ত। মতামত পাঠাতে হবে ই-মেইলে ([email protected]) বা ডাকযোগে সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ