মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

নির্বাচনে বিএনপির সম্ভাব্য নারী প্রার্থীরা যারা!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

জুলাই জাতীয় সনদের নির্দেশনা মোতাবেক আগামী সংসদ নির্বাচনে পাঁচ শতাংশ নারী প্রার্থীকে সরাসরি দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছে বিএনপি। দলের প্রাথমিক মনোনয়ন তালিকায় ইতিমধ্যেই ১৫ জন নারী নেত্রীর নাম স্থান পেয়েছে।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে। এ প্রসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দশটি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জুলাই সনদের বিধান অনুযায়ী সংরক্ষিত ৫০ নারী আসন ছাড়াও সাধারণ ৩০০ আসনের মধ্যে প্রতিটি দলকে পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। সে অনুযায়ী বিএনপি ১৫ জন নারী নেত্রীকে মনোনয়ন দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এ তালিকায় থাকা নেত্রীরা স্ব-স্ব নির্বাচনী এলাকায় বেশ পরিচিত এবং দলীয় জরিপেও তাদের এগিয়ে থাকার তথ্য পাওয়া গেছে।

মনোনয়নের খসড়া তালিকায় রয়েছেন মানিকগঞ্জ-৩ আসনে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কন্যা আফরোজা খান রিতা। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মনোনয়ন প্রায় নিশ্চিত।

ঢাকা-১৪ আসনে ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী সানজিদা তুলির মনোনয়নের ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। তিনি গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন। গুমবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য তিনি দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছেন।

সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ রেহেনা আক্তার রানু ফেনী-২ আসনে মনোনয়ন পেতে পারেন। নাটোর-১ আসনে রয়েছেন প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ফারজানা শারমিন পুতুল।

নীলফামারি-৪ আসনে গায়িকা বেবী নাজনীন, রংপুর-৩ আসনে মশিউর রহমান যাদু মিয়ার কন্যা রিটা রহমান এবং সিরাজগঞ্জ-১ আসনে সংগীতশিল্পী কনক চাঁপার মনোনয়নের কথা আলোচনায় রয়েছে।

এছাড়া শেরপুর-১ আসনে বিএনপি নেতা হযরত আলীর কন্যা চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, মাদারিপুর-২ আসনে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা হেলেন জেরিন খান, ফরিদপুর-২ আসনে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং ফরিদপুর-৩ আসনে চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা নায়াবা ইউসুফের নাম উল্লেখযোগ্য।

এ তালিকায় আরও রয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক নারী সাংসদ শাম্মী আক্তার, সিলেট-২ আসনে এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা, ঝালকাঠি-২ আসনের ইলেন ভুট্টো এবং যশোর-২ আসনে সাবিরা নাজমুল মুন্নী।

বিএনপি একই পরিবার থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সাংসদ রুমানা মাহমুদ, হাসিনা আহমেদ, রুমিন ফারহানা, মাসউদা আফরোজ হক শুচি ও নেওয়াজ হালিমা আরলিসহ কয়েকজনের নামও আলোচনায় শোনা যাচ্ছে।

জোট শরিকদের জন্য ৫০টি আসন ছাড়তে পারে বিএনপি। সে ক্ষেত্রে নারী প্রার্থীর সংখ্যা ১৫ থেকে কিছুটা কমে আসতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারী নেতৃত্বে বিএনপির এই উদ্যোগ নির্বাচনে নতুন বার্তা দেবে এবং দলে নারীর অংশগ্রহণ আরও বাড়াবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ