মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

ইসির নিবন্ধন পাচ্ছে ৩টি নতুন রাজনৈতিক দল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যুক্ত হতে যাচ্ছে আরো তিনটি নতুন দল। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) শিগগিরই ইসির নিবন্ধন পেতে যাচ্ছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, “নিবন্ধনের প্রক্রিয়াধীন দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো আপত্তি বা দাবি না আসে, তাহলে দলগুলোকে চূড়ান্তভাবে নিবন্ধন দেওয়া হবে।”

নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আমজনগণ পার্টি (এজিপি)

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দলগুলোর নীতিমালা, সাংগঠনিক কাঠামো এবং জেলা পর্যায়ের কার্যক্রম যাচাই-বাছাই শেষে নিবন্ধন চূড়ান্ত করা হবে।

নতুন তিনটি দল নিবন্ধিত হলে দেশে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও বাড়বে, যা আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ